চেহারার জন্মগত দাগ অপসারণ করা কি জায়েজ?

 

প্রশ্ন: আমার চেহারায় জন্মগত বড় একটি দাগ আছে যা আমার মানসিক অস্বস্তির কারণ। এই দাগটি লেজার ট্রিটমেন্ট বা অপারেশনের মাধ্যমে অপসারণ করা কি জায়েজ হবে?

উত্তর: শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য শরীরের স্বাভাবিক কোনো আকার-আকৃতি পরিবর্তন করা নিষিদ্ধ। হাদিসে এটাকে আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি এবং অভিসম্পাতযোগ্য কাজ বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, আল্লাহ ওই সব নারীকে লানত করেছেন, যারা উল্কি অঙ্কন করে বা করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রূ উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে; এরা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছে। (সহিহ বুখারি: ৪৮৮৬)

তবে শরীরে কোনো ত্রুটি থাকলে সেটা ঠিক করা জায়ে। এটা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি গণ্য হয় না। হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ আল-ফাতাওয়াল হিন্দিয়্যায় বলা হয়েছে, যদি কারও শরীরে অতিরিক্ত মাংসগ্রন্থি থাকে এবং সে তা কেটে ফেলতে চায়, তবে প্রাণহানি (বা বড় ধরনের ক্ষতির) প্রবল আশঙ্কা না থাকলে তা কাটতে কোনো সমস্যা নেই।

মুখের বড় কালো দাগ যা অস্বস্তির কারণ হয় তা যেহেতু শারীরিক ত্রুটির আওতায় পড়ে, তাই কোনো ক্ষতির আশংকা না থাকলে তা অপারশন বা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে অপসারণ করা জায়েজ। এতে কোনো গুনাহ হবে না।

ওএফএফ/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/v91063I
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post