আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এসময় ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার (২১ জুলাই) ভোর থেকে রায়পুরা উপজেলার রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
নিহত মোমেনা বেগম (৪৫) সায়দাবাদ গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধসহ আহতরা হলেন- সায়দাবাদ গ্রামের মোতালিব মিয়ার ছেলে তাজু (৩৮), মৃত কালু মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫৫) , আলম মিয়ার ছেলে রানা (২০)। বাকিদের নাম জানা যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সায়দাবাদ এলাকার হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে একাধিকবার মারামারি, হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এরই জেরে সোমবার ভোর ৫টার দিকে এরশাদ গ্রুপের সমর্থকরা টেঁটা, বল্লম, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হানিফ সমর্থকদের ওপর হামলা চালায়। ওই সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ মোমেনাকে (৪৫) উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বেড়ে যায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর ঘোষ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের সদস্যরা সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।
সঞ্জিত সাহা/এফএ/জেআইএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/gzLk9dW
via IFTTT