ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয়জীবনে দর্শককে উপহার দিয়েছেন অসংখ্য সফল সিনেমা। তিনি সিনেমা প্রযোজনায়ও করেছেন। তার প্রযোজিত প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’র ব্যানারে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র গানের নৃত্য পরিচালক এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘লাল শাড়ি’ সিনেমার টাইটেল ট্র্যাক ‘লাল শাড়ি’ গানের জন্য সেরা নৃত্য পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন কোরিওগ্রাফার হাবিবুর রহমান হাবিব।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, “আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছি। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই অর্জনের জন্য সম্মানিত সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই। পাশাপাশি ‘লাল শাড়ি’ ছবির পরিচালক শ্রদ্ধেয় বন্ধন বিশ্বাস দাদা এবং প্রযোজক অপু বিশ্বাস দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পুরস্কার আমার বন্ধু ও ভক্তদের উৎসর্গ করলাম।”
‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে কেন্দ্র করে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক।
আরও পড়ুন:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল
চর এলাকার মানুষের গল্প আজ থেকে প্রেক্ষাগৃহে
পাঁচ পুরস্কার পেল ‘প্রিয়তমা’, বাদ পড়লেন শাকিব খান
অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।
এমআই/এমএমএফ
from jagonews24.com | rss Feed https://ift.tt/fhUDkK9
via IFTTT