ফেসবুক মেসেঞ্জারে ব্যবহারকারীদের জন্য রয়েছে একাধিক নিরাপত্তাভিত্তিক সুবিধা। এর মধ্যে অন্যতম হলো সিক্রেট কনভারসেশন। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পূর্ণ ব্যক্তিগত ও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কথোপকথন করতে পারেন।
মেটা মালিকানাধীন মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশনে পাঠানো বার্তা শুধু প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এমনকি ফেসবুক বা মেটাও এই বার্তাগুলো দেখতে পারে না। তবে প্রাপক চাইলে স্ক্রিনশট নিয়ে কথোপকথন অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন।
এই ফিচারে ব্যবহারকারীরা চাইলে বার্তার জন্য ডিসঅ্যাপিয়ারিং টাইমার সেট করতে পারেন, যার ফলে নির্দিষ্ট সময় পর বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এছাড়া উভয় ব্যবহারকারীর জন্য আলাদা ডিভাইস কী থাকায় এনক্রিপশন যাচাই করার সুবিধাও রয়েছে।
যেভাবে শুরু করবেন সিক্রেট কনভারসেশন-
ধাপ ১: প্রথমে মেসেঞ্জার অ্যাপ খুলে হোম আইকনে ক্লিক করুন
ধাপ ২: এরপর উপরের ‘+’ আইকনে ট্যাপ করুন
ধাপ ৩: স্ক্রিনের ডানদিকে থাকা ‘লক’ আইকনে ক্লিক করুন
ধাপ ৪: এখন যাকে মেসেজ পাঠাতে চান, সেই কন্টাক্ট নির্বাচন করুন
ধাপ ৫: চাইলে টেক্সট বক্সের পাশে থাকা ঘড়ি আইকনে ট্যাপ করে বার্তা মুছে যাওয়ার সময় নির্ধারণ করুন
তবে মনে রাখবেন সিক্রেট কনভারসেশন শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড মেসেঞ্জার অ্যাপে ব্যবহার করা যাবে। এটি ফেসবুক চ্যাট বা ম্যাসেঞ্জার ডট কম-এ দেখা যাবে না। কথোপকথন শুধু সেই ডিভাইসেই দৃশ্যমান থাকবে, যেখান থেকে এটি শুরু করা হয়েছে।
আরও পড়ুন
ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণ
মেটাকে সরকারের চিঠি, উসকানিমূলক কনটেন্ট সরানোর অনুরোধ
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
শাহজালাল/কেএসকে
from jagonews24.com | rss Feed https://ift.tt/ylUodh1
via IFTTT