১৫তম গ্যাপেক্সপোর উদ্বোধন বসুন্ধরায়, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ১৫তম গ্যাপেক্সপো। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এ গ্যাপেক্সপোর উদ্বোধন করা হয়।

এবারের মেলায় ৩৫০টি প্রতিষ্ঠান ১৫০০ স্টলে গার্মেন্টস, এক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট পণ্য কাঁচামাল মেশিনারি ইত্যাদি প্রদর্শন করছে। চায়না, কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ এবারের মেলায় অংশ নিয়েছে।

মেলা চলাকালীন অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের একটি সেমিনার, বি টু বি ও বি টু জি মিটিং, বিজিএপিএমইএ ‌‘মেম্বার্স গালা নাইট ও অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি সম্মাননা এবং সমাপনী ও সম্মাননা।

গ্যাপেক্সপোর আয়োজক তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএ।

১৫তম গ্যাপেক্সপোর উদ্বোধন বসুন্ধরায়, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরকে পরিচিত করার জন্য এবং এ সেক্টরে ক্রেতা অনুসন্ধান ও সর্বাধুনিক মেশিনারিজের সন্ধান লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ‘গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)’।

বিজিএপিএমইএ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য, এ সেক্টরের কাঁচামাল, ব্যবহৃত মেশিনারি, অ্যাপারেল, ইয়ার্ন, ফেব্রিক্স ইত্যাদিকে একত্রে প্রচার, প্রসার, ক্রেতা অনুসন্ধান এবং সবার মিলনমেলা হিসেবে কো-অর্গানাইজার এএসকে ট্রেড
অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেডকে সঙ্গে নিয়ে মেলার আয়োজন করে থাকে।

গত ২০০৬ সালে এ উদ্দেশ্যে বিজিএপিএমইএ প্রথম গ্যাপেক্সপো মেলার আয়োজন করে। ওই বছর মেলার এক্সিবিটরের সংখ্যা ছিল মাত্র ৩৬ জন। এরই মধ্যে ১৪টি গ্যাপেক্সপো আয়োজন করা হয়েছে।

১৫তম গ্যাপেক্সপোর উদ্বোধন বসুন্ধরায়, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত

এবার গ্যাপেক্সপো আগামী ১৭ জানুয়ারি আইসিসিবিতে এ চলবে। একই সঙ্গে একই সময়ে কনকারেন্ট ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হবে ‘গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৬’। এ বছর মেলায় ৩০-৪০ হাজার বিজনেস দর্শকসহ সর্বমোট দর্শকের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি হবে। এছাড়া আগামীকাল (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিজিএপিএমইএ সদস্যদের গালা নাইট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএয়ের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, বিকেএমইয়ের সভাপতি মো. হাতেম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার উপস্থিত ছিলেন।

এমএমএ/এমআরএম/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/bMzhtsP
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post