বিয়েতে কনের পায়ের সাজে আভিজাত্য

বিয়ের দিনে কনের সাজ মানেই মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত পরিকল্পনা। পোশাক, গয়না, মেকআপ-সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে পায়ের সাজও হয়ে ওঠে সৌন্দর্যের এক অনিবার্য অংশ। শাড়ি বা লেহেঙ্গার নিচে উঁকি দেওয়া পায়ের সাজ অনেক সময়ই পুরো লুকের আভিজাত্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই বিয়ের সাজে পায়ের যত্ন ও অলংকরণের গুরুত্ব কোনো অংশে কম নয়।

পায়ে সঠিক আভিজাত্য এবং আরামের সমন্বয় খুঁজে পেলে পুরো সাজ আরও ঝলমলে হয়ে ওঠে। বিয়েতে সাজে পায়ের অলঙ্কারেও এসেছে নতুন আভিজাত্য।

dertr
মেহেদির নকশায় নান্দনিকতা
বিয়েতে পায়ের সাজের প্রথম ধাপই হলো মেহেদি। পায়ের পাতা থেকে গোড়ালি পর্যন্ত সূক্ষ্ম নকশার মেহেদি কনের লুকে যোগ করে ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধন। ফুল, লতা-পাতা কিংবা জ্যামিতিক নকশা, সবকিছুই কনের ব্যক্তিত্ব অনুযায়ী বেছে নেওয়া যায়।

নেইল আর্টে করতে চাইলে
পা সাজানোর ক্ষেত্রে নেইল আর্ট ব্যবহার করলে পুরো লুক আরও গ্ল্যামারাস হয়। একাধিক রঙের নেইল পলিশ ব্যবহার করে নানা ডিজাইন করা যায়। এর সঙ্গে স্টোন, স্টার বা ছোট আলংকারিক উপাদান যোগ করলে নখে আসে গর্জিয়াস লুক। তরুণীদের মধ্যে ফ্লোরাল প্যাটার্ন খুবই জনপ্রিয়। এছাড়া হালকা গোলাপি, নুড বা ট্রেন্ডি মেটালিক নেল পলিশ ব্যবহার করলে নখগুলো আরও সতেজ ও আভিজাত্যপূর্ণ দেখায়।

পায়ের আংটি ও বিছিয়ায় ঐতিহ্যের ছোঁয়া
পায়ের আংটি ও বিছিয়া বাঙালি কনের সাজে চিরকালীন অলংকার। রুপা বা সোনার নকশা করা বিছিয়া পায়ের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বৈবাহিক জীবনের প্রতীক হিসেবেও বিবেচিত। মিহি কারুকাজ বা ছোট পাথর বসানো আংটি পায়ের আঙুলকে আরও আকর্ষণীয় করে তোলে।

ret

নূপুরে ছন্দের মাধুর্য
হালকা ঝনঝন শব্দ করা নূপুর বিয়ের সাজে যোগ করে রাজকীয় আবহ। ভারী শাড়ির সঙ্গে ভারী নূপুর যেমন মানায়, তেমনি লেহেঙ্গার সঙ্গে সূক্ষ্ম নকশার নূপুর এনে দেয় আধুনিকতার ছোঁয়া।

স্যান্ডেল বা জুতোর নিখুঁত নির্বাচন
বিয়ের দিনে আরাম ও সৌন্দর্য-দুটাই সমান জরুরি। হালকা হিল, এমবেলিশড স্যান্ডেল বা ঐতিহ্যবাহী মজরির মতো জুতা পায়ের সাজকে সম্পূর্ণ করে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা হাঁটার কথা মাথায় রেখে জুতা বেছে নেওয়াই বুদ্ধিমানের।

পায়ের যত্নেই সৌন্দর্যের পরিপূর্ণতা
বিয়ের আগে নিয়মিত পেডিকিওর, স্ক্রাব ও ময়েশ্চারাইজিং পায়ের ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে। পরিষ্কার নখ, হালকা নেলপলিশ বা ন্যাচারাল টোন পায়ের সাজকে আরও পরিপাটি করে তোলে।

বিয়েতে পায়ের সাজ কেবল অলংকার নয়-এটি কনের রুচি, ঐতিহ্য ও আভিজাত্যের প্রকাশ। সঠিক পরিকল্পনা ও যত্নে পায়ের সৌন্দর্য হয়ে উঠতে পারে পুরো বিয়ের সাজের অন্যতম আকর্ষণ।

সূত্র: ইন্ডিয়া টাইমস, ফেমিনা

আরও পড়ুন:
বিয়ের দিনের মেকআপ প্রাকৃতিক উপায়ে তুলবেন কীভাবে 
বিয়ের আগে সঠিক জীবনসঙ্গী কীভাবে খুঁজে নেবেন 

এসএকেওয়াই/



from jagonews24.com | rss Feed https://ift.tt/uoXmkMK
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post