বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, বাবার সঙ্গে একই দিনে ভোটার হচ্ছেন জাইমা রহমান।
তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে জাইমাকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছেন তার মা ডা. জুবাইদা রহমান।
এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও (স্মার্টকার্ড) পেয়েছেন।
এনআইডি মহাপরিচালক জানিয়েছেন, তারেক রহমান ও জাইমা রহমান এনআইডি পাওয়ার জন্য আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে তারা এনআইডি পাবেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে বাংলাদেশে ফেরেন তারেক রহমান।
এমওএস/এমকেআর/এএসএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/eKs28yo
via IFTTT