দেশের স্বর্ণবাজারে নতুন করে দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। সর্বশেষ সমন্বয়ে ভরিপ্রতি সোনার মূল্য বাড়ানো হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। এর ফলে ২২ ক্যারেট সোনার ভরি এখন কিনতে গুনতে হবে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংস্থাটির ঘোষণা অনুযায়ী,সংশোধিত এই মূল্য আজ থেকে সারাদেশে কার্যকর হবে। এর আগে সোমবার রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের তথ্যে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দর বাড়ায় বিক্রয়মূল্যে এই পরিবর্তন আনা হয়েছে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, বৈশ্বিক বাজারে সোনার মূল্য ওঠানামা এবং মুদ্রাবাজারের চাপও এর পেছনে ভূমিকা রেখেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী— ২২ ক্যারেট সোনা : ভরি ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা ২১ ক্যারেট সোনা : ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা ১৮ ক্যারেট সোনা : ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা সনাতন পদ্ধতির সোনা : ভরি ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা সংস্থাটি জানায়, গয়না বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে নকশা ও কারুকাজ অনুযায়ী এই মজুরির পরিমাণ বাড়তে পারে। রুপার দরেও পরিবর্তন সোনার পাশাপাশি রুপার বাজারেও দর সমন্বয় করা হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৭২৪ টাকা, এবং ১৮ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরি ৪ হাজার ৮২ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৩ হাজার ৩২ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সামনে বিয়ের মৌসুম থাকায় স্বর্ণ ও রুপার চাহিদা বাড়ছে, যার প্রভাব সরাসরি দামে পড়ছে। আমারবাঙলা/এসএবি
from Amarbangla trade-and-commerce Feed https://ift.tt/eVlLuP8
via Neel
from Amarbangla trade-and-commerce Feed https://ift.tt/eVlLuP8
via Neel