আমন ধান ঘরে তোলার আনন্দে মেতেছেন কৃষকেরা

শীতল বাতাসে পাকা সোনালি ধান দোল খাচ্ছে মাঠে মাঠে। পাকা ধানের গন্ধে প্রফুল্ল হয়ে উঠেছে কৃষকদের মন। মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্যদিকে মাঠ থেকে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন কৃষাণিরা। সবমিলিয়ে কৃষক পরিবারের মধ্যে এখন উৎসবের আমেজ। মানিকগঞ্জ জেলায় যেন শুরু হয়েছে ‘আমন উৎসব’।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় দুই জাতের আমন ধান চাষ করা হয়—রোপা আমন ও বোনা আমন। সাতটি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমনের আবাদ হয়েছে ১২ হাজার ৩৮ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৪৫ হাজার ৮২৭ মেট্রিক টন। বোনা আমনের আবাদ হয়েছে ১৯ হাজার ৬৯১ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ১৮ হাজার ৬৩০ মেট্রিক টন।

চলতি বছর রোপা আমন আবাদ হয়েছে ১৩ হাজার ২০৮ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২৮৩ মেট্রিক টন। বোনা আমন আবাদ হয়েছে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৩৭২ মেট্রিক টন।

আমন ধান ঘরে তোলার আনন্দে মেতেছেন কৃষকেরা

নালী ইউনিয়নের কৃষক রতন দেওয়ান জাগো নিউজকে বলেন, ‘এ বছর পানি নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ঠিক সময়ে বৃষ্টি হয়েছে। ফলে ধানের ফলন ভালো হয়েছে। আশা করি কিছুটা লাভ করতে পারবো। সময়টা আমাদের জন্য উৎসবের—আমরা একে বলি আমন উৎসব।’

আরও পড়ুন
শরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষ পদ্ধতির রসুন আবাদ
মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষের সম্ভাবনা

কুড়িগ্রাম থেকে ধান কাটার কাজে মানিকগঞ্জে এসেছেন আনোয়ার হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা প্রতি বছর এই সময়ে মানিকগঞ্জে ধান কাটতে আসি। এ বছর আমাদের এলাকা থেকে ছয়জন এসেছি। তিন বেলা খাবারের পাশাপাশি প্রতিদিন ৭২০ টাকা করে মজুরি ঠিক হয়েছে।’

আমন ধান ঘরে তোলার আনন্দে মেতেছেন কৃষকেরা

নবগ্রাম ইউনিয়নের কৃষক সাত্তার ব্যাপারী জাগো নিউজকে বলেন, ‘এক বিঘা জমিতে সাধারণত ৭ থেকে ৮ মণ আমন ধান হয়। তবে কিছু জাত আছে, যেমন ডেপু জাত—এতে ফলন একটু বেশি হয়, প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পর্যন্ত ধান পাওয়া যায়।’

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ জাগো নিউজকে বলেন, ‘কৃষি কর্মকর্তাদের পরামর্শ আর সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকেরা এ বছর ভালো লাভ করবেন। গত বছরের তুলনায় এবার আমন ধানের আবাদও বেড়েছে। আশা করছি, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

মো. সজল আলী/এসইউ/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/KyF2vgX
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post