চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া তেলবাহী গাড়ির নিচ থেকে ১০ ঘণ্টা পর হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ জুন) রাত ১২টায় উপজেলার জামালের দোকান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোলার চালক হাবিব উল্লাহ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাজাড় নতুন বাজার এলাকার বাসিন্দা।
এর আগে রোববার বিকেলে তেলবাহী গাড়ি রোলারের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে আগুন ধরে যায়। মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তেলবাহী গাড়ির হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।এসময় গাড়িচালক পালিয়ে যান। তখন থেকে রোলারচালক নিখোঁজ ছিলেন। পরে রাত ১২টার দিকে দুর্ঘটনা কবলিত তেলের গাড়ি উদ্ধার করলে নিচে রোলার চালকের মরদেহ পাওয়া যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, রোববার বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেনে তেলবাহী একটি গাড়ির সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় তেলের গাড়িটির ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়। পরবর্তীতে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তখন থেকে রোলারচালক নিখোঁজ ছিলেন। ক্রেন না পাওয়ায় প্রায় ১০ ঘণ্টা পর রাত ১২ টায় দুর্ঘটনা কবলিত তেলের গাড়ির উদ্ধার করা হয়েছে। এসময় নিচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে আনা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এম মাঈন উদ্দিন/এমএন/জেআইএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/gZ4iCOm
via IFTTT