শাহ আমানতে ১১ লাখ টাকার ই-সিগারেটসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ১০ লাখ ৭৩ হাজার টাকার ই-সিগারেট ও সরঞ্জামসহ মোহাম্মদ আইয়ুব নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগ।

রোববার (২২ জুন) সকাল সোয়া ৭টায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল জব্দ করা হয়।

আটক আইয়ুব চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব আমিলাইশ নয়াপাড়া গ্রামের ইসহাকের ছেলে।

শাহ আমানতে ১১ লাখ টাকার ই-সিগারেটসহ যাত্রী আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটে আসা যাত্রী আইয়ুব লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এরপর তার ব্যাগেজ তল্লাশি করে ই সিগারেট ও অ্যাকসেসরিজগুলো উদ্ধার ও যাত্রীকে আটক করা হয়।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/jnl5RUi
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post