ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেফতারের হুমকি ট্রাম্পের

আইসিইর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসে চলমান অস্থিরতার মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে গ্রেফতারের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই পক্ষের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ আরও তীব্র আকার নিয়েছে।

সোমবার (৯ জুন) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হলে গ্রেফতার করতাম। আমি মনে করি, এটি দারুণ হবে। গ্যাভিন প্রচারের আলো খুঁজে বেড়ায়, কিন্তু তিনি খুবই ব্যর্থ এক গভর্নর।

তিনি আরও বলেন, আমি গ্যাভিন নিউজমকে পছন্দ করি। তিনি ভালো লোক, কিন্তু একেবারে অযোগ্য।

আরও পড়ুন>>

ট্রাম্পের এমন মন্তব্য এমন সময়ে এলো, যখন লস অ্যাঞ্জেলেসে টানা চতুর্থ দিনের মতো বড় আকারের অভিবাসনবিরোধী বিক্ষোভ চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে ১৫০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে শহরের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ব্যারিকেড ভাঙচুর হয়েছে।

গভর্নরের অনুমতি ছাড়াই ট্রাম্প শহরটিতে দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পর উত্তেজনা আরও বেড়েছে।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন গভর্নর নিউজম। ট্রাম্পের এই পদক্ষেপকে তিনি ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন এবং আদালতে চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েছেন।

রোববার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে লেখা এক চিঠিতে নিউজম বলেন, বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের কোনো প্রয়োজন নেই। এটি রাজ্যের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন।

ট্রাম্প-নিউজমের মধ্যে বিরোধ নতুন নয়। এর আগে ক্যালিফোর্নিয়ায় দাবানল, পানিনীতি ও দ্রুতগতির রেল প্রকল্প নিয়েও দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌যুদ্ধ হয়েছে।

সূত্র: টাইম
কেএএ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/u2P5ehj
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post