ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ

ঈদুল আজহার তৃতীয় দিন আজ সোমবার (৯ জুন)। আজও রাজধানী ছেড়ে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরছেন অনেকে।

সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাস কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন যাত্রী পূর্ণ করেই ছাড়ছে বাস।

কোরবানির ব্যস্ততা, যানজট এড়ানোসহ নানা কারণে ঈদের তৃতীয় দিন ঢাকা ছাড়ার সংখ্যা বেশি বলে জানান সংশ্লিষ্টরা।

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, কোরবানি ঈদের পরে কয়েকদিন যাত্রীর চাপ থাকে। সকাল থেকে ১৭টা গাড়ি গেছে বিভিন্ন গন্তব্যে। কোন গাড়ি খালি যায়নি।

স্টার এক্সপ্রেসের কাউন্টার ম্যানেজার হৃদয় জাগো নিউজকে বলেন, সকাল থেকে ২টা গাড়ি গেছে। একটা পৌনে ৭টায়, আরেকটা পৌনে ৮টায়। কোন সিট খালি যায়নি।

আরও পড়ুন:

এখন রাস্তায় যানজট নেই। রিলাক্সে যাওয়া যায়, রাস্তায় ভিড় ভাট্টা নেই। অনেকে ঢাকায় কোরবানি দেয়। এ জন্য ঈদের পরও মানুষ ঢাকা ছাড়ছে, যোগ করেন তিনি।

ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ

রাজধানীর কচুক্ষেতে কসমেটিকসের ব্যবসা করেন সাজ্জাদ হোসেন। তিনি তার স্ত্রী কন্যা ও ছেলেকে নিয়ে বগুড়া যাচ্ছিলেন।

তিনি বলেন, এবার প্রথম ঢাকাতেই কোরবানির ঈদ পালন করেছি। মা এবং অন্যদের সঙ্গে ঈদ করতে আজ যাচ্ছি। চাঁদ রাত পর্যন্ত ব্যবসা-বাণিজ্য করতে হয়। এছাড়া ঈদের সময় যাওয়া অনেক কষ্টের তাই এবার ঈদের পরে যাওয়া হচ্ছে।

ঈদের একদিন আগে ঢাকায় কসাইয়ের কাজ করতে আসেন মানিক। তার বাড়ি দিনাজপুরের বাদুর বাজার এলাকায়। তার সঙ্গে কথা হয় গাবতলী বাসস্ট্যান্ডে। তিনি বলেন, গত দুইদিন কসাইয়ের কাজ করেছি। খুব ভালো আয় হয়েছে। প্রতিবছর ঈদের এক দিন আগে ঢাকায় আসি। তারপর ঈদের দুই দিন পর চলে যাই। ৩০-৪০ হাজার টাকার মতো আয় হয়। এই টাকা দিনাজপুরে আয় হয় না।

এদিকে, জীবিকার তাগিদে অনেকেই ঈদের তৃতীয় দিনে ঢাকায় ফিরছেন। ছোট ভাইকে নিয়ে রাজবাড়ী নতুন বাজার থেকে ঢাকায় ফিরেছেন মিলন। যাত্রাপথে কোনরকম ঝক্কি ঝামেলা হয়নি বলে জানান তিনি। বলেন, অন্য সময় ৫-৬ ঘণ্টা লাগে ঢাকায় ফিরতে আজকে ৪ ঘণ্টার মধ্যেই ঢাকায় ফিরতে পেরেছি। ছোট ভাইয়ের মাদরাসা খোলা তাই তাকে নিয়ে ফিরতে হয়েছে। আমিও কর্মস্থলে যোগ দেবো।

এসএম/এসএনআর/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/EoJF72O
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post