নেপোলিতে যোগ দিলেন ডি ব্রুইনা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাপোলিতে যোগ দিয়েছেন কেভিন ডি ব্রুইনা। গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় বেলজিয়ান তারকার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।

২০২৪-২০২৫ মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যান ম্যানচেস্টার সিটির তারকা ডি ব্রুইনা। মৌসুম শেষ হওয়ার আগেই এই ডিফেন্ডারকে নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। ম্যানসিটির পর কোথায় যোগ দেবেন ৩৩ বছর বয়সী তারকা, তা নিয়েই ভক্তদের মধ্যে চলছিল আলোচনা।

অবশেষে একই মৌসুমে ইতালিয়ান সিরিআ চ্যাম্পিয়ন নেপোলিকে বেছে নিলেন ডি ব্রুইনা।

ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন সূত্রে জানা গেছে, ডি ব্রুইনাকে দলে ভেড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মানি এবং এমএলএসের বেশ কয়েকটি ক্লাবের আগ্রহ ছিল। বিশেষ করে এমএলএসের শিকাগো ফায়ার খুব করে তাকে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত নাপোলিকেই পরবর্তী গন্তব্য হিসেবে নির্ধারণ করেছেন বেলজিয়ান তারকা।

৩৩ বছর বয়সী মিডফিল্ডার তার শেষ ম্যাচ খেলেছেন ম্যানসিটির হয়ে ফুলহ্যামের বিপক্ষে, ক্র্যাভেন কটেজে প্রিমিয়ার লিগের শেষ দিনে। চুক্তি নবায়ন না করায় ম্যানসিটি ছাড়েন তিনি।

এদিকে সাইনিং ঘোষণায় ডি ব্রুইনাকে রাজকীয় ভঙ্গিতে উপস্থাপন করে নেপোলি। একটি সিংহাসনে বসা, মাথায় মুকুট পরা ডি ব্রুইনার ছবি দিয়ে ক্লাবটি ক্যাপশন দেয়, ‘কিং কেভ এসে গেছেন।’

ক্লাব সভাপতি অরেলিও ডি লরেন্টিসও তাকে স্বাগত জানান।

ম্যানসিটির হয়ে ১০ বছরে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ জয় করেন ডি ব্রুইনা। নিজের অন্যতম প্রিয় ক্লাবে ১০ মৌসুম কাটিয়ে এবার নাপোলিতে বেলজিয়ান সতীর্থ রোমেলু লুকাকুর সঙ্গে একত্রিত হবেন তিনি।

নেপোলির মিডফিল্ডে স্কট ম্যাকটমিনে এবং বিলি গিলমোরের সঙ্গে জুটি করবেন ডি ব্রুইনা। মাঝমাঠে বেলজিয়ান তারকার দুই সঙ্গীও প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড়।

এমএইচ/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/7fZ9q8U
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post