২০২৩ সালের ২২ জানুয়ারি থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার ছেলে জুনিয়র রোনালদো ক্লাবটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলছেন। সম্প্রতি অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন জুনিয়র রোনালদো। এ যেন বাংলা প্রবাদের প্রতিচ্ছবি, ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।’
সম্প্রতি ১৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ১০-৯ ব্যবধানে আল-ইত্তিহাদের বিপক্ষে জিতেছে আল নাসর অনূর্ধ্ব-১৫ দল। অবিশ্বাস্যভাবে আল নাসরের দলের হয়ে একাই ১০টি গোল করেছেন রোনালদো জুনিয়র।
Cristiano Jr scored 10 Goals for Al Nassr U15 against Al-Ittihad Today pic.twitter.com/ii6BSUsJbg
— Own Goal. (fan) (@owngooal) February 4, 2025
কয়েক দিন আগেই আল নাসর অনূর্ধ্ব-১৫ দল আল হিলালকে ৭-০ গোলে হারিয়েছিল। ওই ম্যাচেও আল নাসরের ৭টি গোলই করেছিলেন জুনিয়র রোনালদো। অর্থাৎ মাত্র দুই ম্যাচে রোনালদোর ছেলে গোল করেছেন মোট ১৭টি।
Cristiano Jr scored 7 Goals for Al Nassr U15 against Al Hilal Todaypic.twitter.com/hWesdzyF6f
— Own Goal. (fan) (@owngooal) January 29, 2025
পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো সম্প্রতি এল চিরিঙ্গিতো-তে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি পরিসংখ্যান বিবেচনায় নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অধিষ্ঠিত করতে চেয়েছেন। বর্তমানে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৯২৩ টি) রোনালদো ছেলেকেও বানাতে চান একজন নামিদামি ফুটবলার।
এমএইচ/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/SyjCaHf
via IFTTT