রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় আনিছুর নামে তার ছেলে আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
সাহিদা বেগম ওই গ্রামের আফসার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার সকালে সাহিদা বেগম ও তার ছেলে আনিছুর রহমান (৪৫) আলু খেতে কাজ করছিলেন। এসময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তারা দুজন মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এছাড়া অসুস্থ অবস্থায় আনিছুরকে উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
জিতু কবীর/এফএ/জেআইএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/b71tCpM
via IFTTT