বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় বরের চাচাকে পিটিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজানোয় প্রতিবেশীদের মারধরে কামাল বেপারী (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর সঙ্গে পার্শ্ববর্তী লালপুর উপজেলার গোধরা গ্রামের নজির উদ্দিনের মেয়ের বিয়ে হয়। রোববার কনেকে তুলে আনা উপলক্ষে রাত ১১টার দিকে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজিয়ে আনন্দ করছিলো বরের পরিবারের লোকজন। এসময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী ওই তিন ভাইয়ের কিল ঘুসি ও লাথিতে কামাল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন।

jagonews24

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিন ভাই এলাকা ছেড়ে পালিয়েছেন। নিহতের পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/oK7Rvhz
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post