উপদেষ্টার সঙ্গে কথা বলতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চারজন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। তাদের মধ্য থেকে চারজন উপদেষ্টার সঙ্গে কথা বলতে ভেতরে প্রবেশ করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা।

মন্ত্রণালয়ে প্রবেশের আগে আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাঈন উদ্দীন বলেন, ‘আমাদের মধ্য থেকে চারজন উপদেষ্টার সঙ্গে দেখা করবো। সেখানে আমাদের দাবি তুলে ধরবো। এরপর আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত নেবো।’

আরও পড়ুন

এদিন সকালে চার দফা দাবি নিয়ে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করেন তারা। বেলা ১১টার পর পুলিশ তাদের কারওয়ানবাজার থেকে সরিয়ে দেন। ১১টা ৪০ মিনিটের দিকে তারা কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন।

আরএএস/ইএ/এএসএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/TEXRnwc
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post