ঢাকার টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে চিটাগং

৯ ম্যাচে জয় মাত্র ২টিতে। হাতে আছে আরও ৩ ম্যাচ। বিপিএলে টিকে থাকতে হলে আর একটি ম্যাচও হারতে পারবে না ঢাকা ক্যাপিটালস। জিতলেও মেলাতে হবে যদি-কিন্তুর নানান সমীকরণ। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচগুলোর একটি খেলতে আজ বুধবার মাঠে নামছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা।

একদিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএলে আজ ঢাকার প্রতিপক্ষ চিটাগং কিংস। ৮ ম্যাচের ৫টিতে জিতেছে চিটাগং। টেবিলেও তারা ভালো অবস্থানে, দ্বিতীয় স্থানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টসভাগ্য পক্ষে আসেনি ঢাকার। টস জিতেছেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক।

চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছিল চিটাগং। যে কারণে আজ পেরেরার দলের প্রতিশোধ নেওয়ার ম্যাচ।

এমএইচ/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/gRNF8Cf
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post