ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে

ফোন হ্যাক হওয়া আজকাল নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কারো না কারো ফোন হ্যাক করছে হ্যাকাররা। তারপর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলছে নিমিষেই। যে কোনো সময়, যে কেউ হ্যাকারের কবলে পড়তে পারেন।

হয়তো ভাবছেন আপনার ফোনে তেমন কোনো তথ্য নেই। তাহলে আপনার ফোন কেন হ্যাক করবে। মনে রাখবেন, আপনার কাছে যে তথ্যের গুরুত্ব নেই সেই তথ্যের গুরুত্ব ডার্ক সাইটে অনেক। কিন্তু ফোন হ্যাক হলে বুঝবেন কীভাবে। আসুন জেনে নেওয়া যাক উপায়-

১. ফোনে মাঝেমধ্যে সফটওয়্যারজনিত কারণে সমস্যা হলেও সবাই ভাবেন মোবাইলটি হ্যাক করা হয়েছে। ফোন হ্যাক হলে তাতে অস্বাভাবিক ব্যাটারি খরচ বেড়ে যায়। কারণ হ্যাক হলে ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকারক সফটওয়্যার চলতে পারে। ফলে বেশি ব্যাটারি খরচ হয়।

২. একটানা ব্যবহার করলে স্মার্টফোন গরম হয়ে যায়। এটা স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি ধারাবাহিকভাবে ফোন গরম থাকা ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার চলারও লক্ষণ হতে পারে।

৩. ফোন হ্যাক হলে তাতে ডাটা খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এতে বুঝতে হবে ফোন ব্যবহারকারীর অজান্তেই তৃতীয় পক্ষের কাছে তথ্য পাঠানো শুরু হয়েছে। ফলে ডাটা খরচ আচমকা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে।

৪. দেখা যাবে কোনো কোনো অ্যাপ নিজে থেকেই খুলে যাচ্ছে, বা অন্যের কাছে আপনাআপনিই মেসেজ কিংবা ফোন চলে যাচ্ছে, যদি এমন অভিযোগ পান, বুঝতে হবে ফোন হ্যাক হয়েছে।

৫. হ্যাক হলে পপ আপ এবং বিজ্ঞাপনের পরিমাণ আচমকা বেড়ে যায়। এমনকি কোনো ব্রাউজার ব্যবহার না করলেও এমনটা হতে পারে। এমনও হতে পারে আপনার ফোনে অচেনা অ্যাপ আপনাআপনিই ডাউনলোড হতে শুরু করল। যদি এটা হতে থাকে তবে সেটাও ফোন হ্যাক হওয়ার অন্যতম লক্ষণ।

৬. হঠাৎ ফোন স্লো হয়ে গেলেও একই সম্ভাবনা। হতে পারে ফোন হ্যাক হয়েছে।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও 
পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে 

সূত্র: ফোর্বস

কেএসকে/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/r7CQzk8
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post