নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সোমবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও বেলজিয়ামের রানি ম্যাথিল্ডের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় টেকসই উন্নয়ন, সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও যুবসমাজের ক্ষমতায়নসহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও তারা জোর দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এমইউ/এমআরএম/জিকেএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/INKfWys
via IFTTT