এখনো আগুন আছে কি না ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের কোনো স্থানে আগুনের অস্তিত্ব আছে কি না- তা খুঁজে বের করতে ড্রোনের সহয়তা নিয়েছেন ফায়ার ফাইটাররা।

শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এখনো আগুন আছে কি না ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১১ ইউনিট সেখানে যোগ দেয়। এরপর বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ড্রোনের সহয়তায় খুঁজে দেখা হচ্ছে কোথাও আগুনের অস্তিত্ব আছে কি না। থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টিটি/কেএসআর/এএসএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/r5KCuYE
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post