দামি পারফিউমের বদলে ফিটকিরি

প্রতিদিন আমাদের বাহিরে বের হতে হয়। গরমে অতিরিক্ত ঘাম থেকে শরীরে দুর্গন্ধ হয়, বিশেষ করে বগলের দুর্গন্ধের জন্য দায়ী হলো অতিরিক্ত ঘাম। এই ঘামের দুর্গন্ধ দূর করতে সবাই সুগন্ধি ব্যবহার করেন। বাজারের বড় বড় সব ব্যান্ডের সুগন্ধিতে রাসায়নিক উপাদান থাকে। যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন রাসায়নিক উপাদান ত্বকের সংস্পর্শে এলে ক্যানসারেরের মতো রোগ হতে পারে। তাহলে কি গায়ে সুগন্ধি দেওয়া বন্ধ করে দিতে হবে? না, ঘামের দুর্গন্ধ দূর করার জন্য ফিটকিরি ব্যবহার হতে পারে এই সমস্যার সমাধান।

আসুন জেনে নেওয়া যাক ফিটকিরি কীভাবে ঘামের দুর্গন্ধ দূর করে-

 

ফিটকিরি কীভাবে দুর্গন্ধ দূর করে

ফিটকারি বৈজ্ঞানিকভাবে পটাশিয়াম অ্যালাম নামে পরিচিত। এটি একটি প্রাকৃতিক খনিজ লবণ। আমাদের শরীরের গন্ধ মূলত ত্বকের ব্যাকটেরিয়ার কারণে তৈরি হয়। ঘাম থেকে হয় ব্যাকটেরিয়া। ফিটকিরিতে থাকা অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ঘামের দুর্গন্ধ প্রাকৃতিকভাবে দূর করতে পারে।

দামি পারফিউম বদলে ফিটকিরি

যেভাবে ফিটকিরি ব্যবহার করবেন

ফিটকিরি পানিতে সহজেই মিশে যায় বলে বডি স্প্রে হিসেবে ব্যবহার করাও সহজ। বডি স্প্রে বানানোর জন্য এক কাপ পানিতে এক টুকরো ফিটকিরি ভিজিয়ে রাখুন। ফিটকিরি পানি সঙ্গে মিশে গেলে একটি স্প্রে বোতলে ঢেলে রেখে দিন। ফিটকিরির নিজস্ব কেনও গন্ধ বলে পছন্দমতো যে কোনো একটি এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা মিশিয়ে নিতে পারেন। এই পানি বডি স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন।

এছাড়া ফিটকিরির গুঁড়া ব্যবহার করতে চাইলে এক টেবিল চামচ ফিটকিরি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল বা টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এটি প্রতিদিন গোসলের পরে ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ দূর হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য মিরর

এসএকেওয়াই/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/m6b9t8f
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post