জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা করেছে রূপালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় তিনি সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্বসহকারে পালনের নির্দেশনা দেন। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি পালনে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়া ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মাঈন উদ্দিন মাসুদ, সালামুন নেসাসহ উর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

ইএআর/বিএ/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/a8ifo1R
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post