সিলেটে করোনায় আরেকজনের মৃত্যু

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের (৮০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত ২টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৮০ বছর। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টায় একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন করোনা আক্রান্ত রোগী মারা যান। এ নিয়ে চলতি মৌসুমে সিলেটে করোনায় দুজনের মৃত্যু হলো।

এদিকে বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের এক প্রতিবেদন জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বছর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২২ জনের। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহমেদ জামিল/এমএন/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/M4Z6tnB
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post