‘মব সন্ত্রাস’ প্রতিরোধে ৭১ ঢাবি শিক্ষকের বিবৃতি

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বেড়ে চলা ‘মব সন্ত্রাস’ বা গণপিটুনির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭১ জন শিক্ষক। বিবৃতিতে তারা বলেছেন, এই ধরনের সহিংসতা শুধু মানুষের জানমালের ক্ষয়ক্ষতিই ঘটাচ্ছে না, বরং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বুধবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান তারা। এসময় তারা গণমানুষের স্বার্থে অবিলম্বে মব সন্ত্রাস প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন এলাকায় মব সন্ত্রাসের শিকার হয়ে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন, নারীরা হয়েছেন লাঞ্ছিত, এমনকি শিশুরাও এই নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি। শুধু ব্যক্তি নয়- শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত, গণমাধ্যম, আবাসিক ভবন, ব্যবসাকেন্দ্র, এমনকি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্মৃতিবাহী স্থানও এই সহিংসতার আওতায় এসেছে।

ঢাবি শিক্ষকরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা দৃশ্যমান নয়। কিছু কিছু ক্ষেত্রে ‘মব’ বা উগ্র জনতাকে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে ব্যাখ্যা করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং সমাজে একটি ‘মব সংস্কৃতি’ গড়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের এই ধরনের ঘটনা একটি সচেতন সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা দেশের প্রচলিত আইনের আওতায় বিচার হওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনো সুস্থ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার অনুষঙ্গ হতে পারে না।

ঢাবি শিক্ষকরা রাষ্ট্রীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সার্বিকভাবে আইনের সঠিক প্রয়োগ, সামাজিক ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের গণমানুষের স্বার্থে অবিলম্বে মব সন্ত্রাস প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার), অধ্যাপক তৌহিদা রশীদ, অধ্যাপক জামিলা এ চৌধুরী, শবনম আযীম, অধ্যাপক আবু সারা শামসুর রউফ, অধ্যাপক সমীর কুমার শীল, অধ্যাপক ফিরোজ আহমেদ, অধ্যাপক মো. আবদুল মুহিত, অধ্যাপক মো. কামাল উদ্দিন, অধ্যাপক ময়না তালুকদার, অধ্যাপক আকসাদুল আলম, অধ্যাপক সঞ্চিতা গুহ, অধ্যাপক সুরাইয়া আক্তার, অধ্যাপক জাভীদ ইকবাল বাঙালী, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক বিল্লাল হোসেন, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার প্রমুখ।

এফএআর/এএমএ/এএসএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/p2TcY4U
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post