আজকের কৌতুক: বন্ধুর বিয়েভীতি

বন্ধুর বিয়েভীতি
বন্ধু ১: ভাই, বিয়ে করবি কবে?
বন্ধু ২: করব, কিন্তু একটা ভয় আছে।
বন্ধু ১: কী ভয়?
বন্ধু ২: একবার ওয়াই-ফাই কানেক্ট করলে তো আর অন্য নেটওয়ার্কে কানেক্ট হওয়া যায় না!

****

বসের বাবার চিঠি
বড় কর্তার সেদিন মেজাজ খুবই খারাপ। অফিসে ঢুকেই দেখলেন পিয়ন হাতে কিছু কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে—

বড় কর্তা: এই, কাজের কাজ তো কিছু করিস না। হাতে কী?
পিয়ন: স্যার চিঠি।
বড় কর্তা: কোন ছাগলের চিঠি?
পিয়ন: স্যার আপনার।
বড় কর্তা: কোন গাধা লিখেছে?
পিয়ন: স্যার আপনার বাবা!

****

নারী সম্পর্কে পুরুষ যা জানেন
দুই বন্ধু। এখন তারা বয়সের ভারে নুয়ে পড়েছেন। একদিন তারা সারাজীবন কী করেছেন, কী পেয়েছেন, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছেন। এক বন্ধু অন্যজনকে বলছেন—
১ম বন্ধু: আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইটির নাম কী?
২য় বন্ধু: জানি না তো, কোনটা?
১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানেন।

কেএসকে/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/fiPCFlD
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post