মেসিদের লিগে যোগ দিলেন মুলার

ইউরোপীয় অধ্যায়ের পাঠ চুকিয়ে আরও এক তারকা ফুটবলার যোগ দিচ্ছেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার লিওনেল মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও হুগো লরিসদের পদাঙ্ক অনুসরণ করেছেন জার্মান তারকা মিডফিল্ডার টমাস মুলার।

যৌবনের সবকিছু উজাড় করে দিলেও ২০২৪-২০২৫ মৌসুম শেষে ৩৫ বছর বয়সী মুলারের সঙ্গে নতুন চুক্তি করেনি বায়ার্ন। এরপর নিজেকে প্রমাণ করতে কঠিন সিদ্ধান্তই নিয়েছেন মুলার। যোগ দিয়েছেন এমএলএসের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে। কানাডিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মুলার।

পুরো ক্যারিয়ার জুড়ে বায়ার্নের হয়ে খেলা এই জার্মান ফরোয়ার্ড ক্লাবটির হয়ে একাধিকবার সব ধরনের শিরোপাই জিতেছেন। শেষবারের মতো বায়ার্নের হয়ে মাঠে নেমেছিলেন ক্লাব বিশ্বকাপে, যেখানে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন।

বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের মতে, মুলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এটাই ছিল উপযুক্ত সময়। যদিও ভবিষ্যতে মুলার অন্য কোনো ভূমিকায় ক্লাবে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে আপাতত নিজের নতুন অধ্যায় শুরু করলেন মুলার।

মাঠে তার দক্ষতা ও ফিটনেস বিবেচনা করলে মুলার এমএলএস বড় ধরনের প্রভাব ফেলবেন বলেই ধারণা করা হচ্ছে।

বলে রাখা ভালো, এমএলএসে মোট ৩০টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে। এই টুর্নামেন্টকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল প্রতিযোগিতা বলা হলেও কানাডার তিনটি ক্লাব এতে অংশ নেয়। এর মধ্যে ভ্যাঙ্কুভার অন্যতম। বাকি ২৭টি ক্লাব যুক্তরাষ্ট্রের।

এমএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/4h97uil
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post