বৃষ্টি কবে কমতে পারে জানালো আবহাওয়া অফিস

সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে গত ২৫ জুলাই থেকে দেশে বৃষ্টিপাত বেড়ে যায়। উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়। চলমান এই বৃষ্টিপাত আগামী ৩০ জুলাই কিছুটা কমতে পারে।

সোমবার (২৮ জুলাই) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, নিম্নচাপ দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। এখন যে বৃষ্টি হচ্ছে, সেটি মৌসুমি বায়ুর সক্রিয়তার কােরণে। আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে। এরপর আবার বৃষ্টি বাড়তে পারে।

তিনি বলেন, শ্রাবণ মাসের আজ ১৩ দিন। এখনো ভরা বর্ষা। সারাদেশে যে কোনো সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

রোববার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় দেশে সর্বোচ্চ ১৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে নারায়নগঞ্জে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরএএস/এএমএ/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/pVfceYD
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post