পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা থাকবে।
বুধবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আজাহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন ঈদুল উপলক্ষে সিএনজি/ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ ঈদের আগে সাত দিন এবং ঈদের পরের পাঁচ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরএমএম/জেএইচ/এএসএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/MLPUEo2
via IFTTT