দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়াও নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাতটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) এবং একই উপজেলার মোতালেব হোসেন (৩৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল।

তিনি জানান, সকালে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ী অভিমুখে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথে ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা রঙের একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোটরসাইকেলের চালক সাজু ইসলাম।

এদিকে সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্ব পার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চন্ডিপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/IWkz9sQ
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post