নুসরাত ফারিয়ার জামিনের সংবাদে যা বললেন জায়েদ খান

গত দুইদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার মুক্তির দাবিতে শোবিজের সবাই বেশ সোচ্চার ছিলেন। আজ (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন।

নুসরাত ফারিয়ার জামিনের সংবাদ জেনে জায়েদ খান একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। সঙ্গে তিনি একটি ফটোকার্ড জুড়ে দিয়েছেন।

ফারিয়া আজ চারটার মধ্যে গাজীপুরের কাশিমপুর মুক্তি পেয়ে যাবে জানিয়ে জায়েদ খান জাগো নিউজে বলেন, আদালতের আদেশটা নিয়ে কিছুক্ষণের মধ্যে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে আইনজীবির সঙ্গে কথা হচ্ছে। একই মিথ্যা মামলার আসামি আমাকেও করা হয়েছে।’

গত বছর ২৬ জুন দেশে বাহিরে চলে এসেছেন জানিয়ে জায়েদ খান জাগো নিউজকে বলেছিলেন, ‘শিল্পীরা কি মানুষ মারতে পারে! দেশে মানুষরা সব বুঝে। আমাদের শিল্পীদের পাশে সব সময় থাকবে। এই বিশ্বাস সব সময় আমাদের আছে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে। এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে এ মামলা করেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে। এতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও।

থাইল্যান্ডে যাওয়ার জন্য রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এমআই/এমএমএফ/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/O7W6taE
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post