ঢাকাসহ সব বিভাগে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

আজ শনিবার দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা একবার কমছে আবার একবার বাড়ছে। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। এসময় গরম আরও বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় ও রাজারহাটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমআইএইচএস/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/VAi2H0t
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post