সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছে ছাত্রদল। ফলে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। অসহনীয় ভোগান্তিতে পড়েছেন মানুষ।

বৃহস্পতিবার (২২ মে) বেলা পৌনে ১১টায় ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে অবস্থান নেন।

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করে আন্দোলন করতে দেখা গেছে ইশরাকপন্থি নেতাকর্মীদের।

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ

তবে হাইকোর্টের রায়ের পর ইশরাকপন্থিদের মিছিল করতেও দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগগামী সড়ক বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজট দেখা গেছে। এছাড়াও অধিকাংশ গাড়ি থেকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। আন্দোলনকারীদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার বাড়ি কবরে, প্রশাসন কী করে’।

কেআর/এমআরএম/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/N06yFvu
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post