‘কমপ্লায়েন্স মিট’ এর আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

ব্যাংকিংয়ের বিধিবিধান মেনে চলার গুরুত্ব তুলে ধরার জন্য ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চের কর্মকর্তাদের জন্য ‘কমপ্লায়েন্স মিট’-এর আয়োজন করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকায় অনুষ্ঠিত এই ইভেন্টে ঢাকা সাউথ রিজিয়ন ব্রাঞ্চ নেটওয়ার্কের প্রায় ১৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল ব্র্যাক ব্যাংকের কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং নৈতিক ব্যাংকিং চর্চার একটি সংস্কৃতি গড়ে তোলা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জয়েন্ট ডিরেক্টর মো. ইমরানুর হাসান, ‘কনটেম্পোরারি অ্যান্ড ইমার্জিং এএমএল অ্যান্ড সিএফটি রিস্কস এবং কেস স্টাডি’ বিষয়ে একটি সেশন নেন। তিনি অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) এবং কমব্যাটিং দ্য ফাইন্যান্সিং অব টেররিজম (সিএফটি) নিয়ে বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ সবার সামনে তুলে ধরেন। এছাড়াও তিনি গ্রাহকদের আমানত রক্ষা এবং অন্যান্য ঝুঁকি কমাতে ব্যাংকের সব নিয়মনীতি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স এম সারোয়ার আহমেদ, সিনিয়র জোনাল হেড ফর নর্থ, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এ. কে. এম. তারেক, সিনিয়র ডেপুটি ক্যামেলকো খান মো. গোলাম শাহরিয়ার, রিজিওনাল হেড সাজিয়া হোসেন, হেড অব ব্রাঞ্চ গভর্নেন্স মো. রবিউল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ ব্রাঞ্চ ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ পর্যায়ের নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি তুলে ধরে। রেগুলেটরি কমপ্ল্যায়েন্সের বিষয়ে কর্মীদের নিয়মিত সচেতন করে সম্ভাব্য ব্যবসায়িক ঝুঁকি ও ক্ষতি প্রতিরোধ এবং গ্রাহকদের সম্পদ সুরক্ষায় কাজ করছে ব্যাংকটি।

এই ‘কমপ্লায়েন্স মিট’ কর্মসূচি দেশজুড়ে অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণের পরিকল্পনা করছে ব্র্যাক ব্যাংক। এই সচেতনতার বিস্তার, শাখা ব্যাংকিং কার্যক্রমে নৈতিকতা ও শক্তিশালী কমপ্লায়েন্স কালচার গড়ে তোলার প্রচেষ্টারই প্রতিফলন এটি।

ইএআর/এসএনআর/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/dL8rgA9
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post