রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি টহল দল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সেনাবাহিনীর ৪৬ বি-গ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (২৮ এপ্রিল) রাতে রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মুস্তাকিম, সুমন, ঝটন এবং রবিন।
সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্য নিশ্চিত করে যে, চারজনের একটি চক্র এক কিশোরীকে ধর্ষণ করে এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ভয়-ভীতি প্রদর্শন করে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। চক্রটি ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
তিনি বলেন, পরবর্তীতে সোহরাওয়ার্দী সেনা ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই অপরাধীকে দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার সময় হাতেনাতে আটক করে। পরে অভিযানে বাকি দুইজনকেও আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুস্তাকিম, সুমন, ঝটন এবং রবিন তাদের দোষ স্বীকার করেছে বলেও জানান তিনি।
ভুক্তভোগী পরিবারকে মোহাম্মদপুর থানায় আইনি সহায়তার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তি জবানবন্দিসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সামুরাই, একটি দেশীয় বড় ছুরি, নগদ তিন হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়।
কেআর/এমআরএম/জিকেএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/TiUpD4X
via IFTTT