ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে সাইফুল ইসলাম টুকুন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ওই হাজতি কারাগারের ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মিলন জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।
তিনি আরও জানান, সাইফুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। নিহত জামালপুর সদর জেলার ডিয়াতলা গ্রামের মো. আফছার আলীর সন্তান।
তবে কোন মামলায় তিনি আটক ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কাজী আল-আমিন/এএমএ/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/qLBWV7s
via IFTTT