মদ্যপ অবস্থায় রেললাইনে ঘুমিয়ে ছিলেন এক ব্যক্তি। এমন সময় একটি কার্গো ট্রেন এসে ধাক্কা মারে তাকে। এতে গুরুতর আহত হয়েছেন ঠিকই, কিন্তু এখনো জীবিত রয়েছেন ওই ব্যক্তি। সম্প্রতি অলৌকিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে।
বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) লিমা প্রদেশের আতে শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরটির নিরাপত্তা কর্মকর্তা জেনারেল জাভিয়ের আভালোস জানান, ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দিলেও কোনো এক অলৌকিক কারণে তিনি প্রাণে বেঁচে গেছেন।
আরও পড়ুন>>
- জব্দ করা ৬০ বোতল মদ খেয়ে ফেলেছে ইঁদুর, দাবি ভারতীয় পুলিশের
- মদ্যপান করতে গিয়ে সরকারি গোপন নথি হারালেন জাপানি কর্মকর্তা
- ১০০ কেজি গাঁজা খেয়ে ফেললো ভেড়ার পাল, চাষির মাথায় হাত
তিনি আরও বলেন, লোকটি সম্ভবত মাতাল অবস্থায় রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন এবং ট্রেনের আসার বিষয়টি টের পাননি।
ট্রেনটি যখন দুর্ঘটনাটি ঘটায়, তখন সেটি পেরুর আন্দেসের দিকে যাচ্ছিল। ধাক্কা লাগার পর ২৮ বছর বয়সী হুয়ান কার্লোস টেলোকে ট্রেনটি কয়েক মিটার পর্যন্ত টেনে নেয়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ট্রেনটি ওই ব্যক্তিকে বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে তার শুধু বাম হাতে সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন আভালোস।
উল্লেখ্য, এই রেললাইনে আগেও দুর্ঘটনা ঘটেছে। ২০২৪ সালের আগস্টে এক যুবক কানে হেডফোন পরা অবস্থায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন।
কেএএ/
from jagonews24.com | rss Feed https://ift.tt/rXIyOBZ
via IFTTT