ইফতার ঘিরে ঢাকায় মানিকগঞ্জের মিলনমেলা

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে ঢাকায় বসবাসরত মানিকগঞ্জ জেলার অধিবাসীদের সংগঠন মানিকগঞ্জ ফোরাম, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাপান গার্ডেন সিটির চিফ অ্যাকাউন্টেন্ট অ্যাডভোকেট আওলাদ হোসেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সাহিদুর রহমান খানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-৩ সংসদীয় আসনের প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্বের প্রফেসর ড. আবু সায়েম, শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর।

এছাড়াও অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মানিকগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পায়রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম এনামুল হক।

এএএম/এমএইচআর/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/FGzpdnc
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post