হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেটে ৬ বন্ধু

খাড়ড়াছড়ির মানিকছড়ি থেকে ছয় দিনে পায়ে হেঁটে সিলেট ভ্রমণ করেছেন ছয় তরুণ। এ যাত্রায় তারা পাড়ি দিয়েছেন ৩০৬ কিলোমিটার পথ। ‘মাদক ছাড়ো দক্ষ হও, সমৃদ্ধির পথে আগাও’ স্লোগানকে সামনে রেখে গত ২৮ ফেব্রুয়ারি মানিকছড়ি সদর থেকে যাত্রা শুরু করেন তারা।

ভ্রমণকারী তরুণরা হলেন, মনির চৌধুরী, আব্দুর রহমান, মুহাম্মদ রাব্বি, হাসান মাহমুদ, আবদুল্লাহ আল মারুফ ও রবিউল ফারুক। তারা সবাই উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেটে ৬ বন্ধু

তারা জানান, প্রথম দিন ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু করে হেয়াকো হয়ে বারৈয়ারহাট গিয়ে শেষ করেন। এরপর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ধরে ফেনী, চৌদ্দগ্রাম অতিক্রম করে কুমিল্লা পৌঁছান। এরপর পর্যায়ক্রমে দিনে ও রাতে হেঁটে কসবা, মাধবপুর ও পুটিজুড়ি অতিক্রম করে ৫ মার্চ সিলেট শহরে প্রবেশ করেন তারা।

যাত্রাপথে তারা মসজিদ, মাদরাসা, সার্কিট হাউজ, ডাকবাংলো ও হোটেলে বিরতি ও রাত্রিযাপন করেন।

হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেটে ৬ বন্ধু

ভ্রমণদলের নেতৃত্ব দেওয়া মনির চৌধুরী জানান, নিজেদের স্বপ্ন, প্রবল ইচ্ছেশক্তি ও দৃঢ় সংকল্প থেকে ছয় বন্ধু মিলে এই পদযাত্রা শুরু করেন। অনেক প্রতিবন্ধকতায় এই পথ পাড়ি দিতে কিছুটা বেগ পেতে হয় তাদের। বিশেষ করে রোজা রেখে দীর্ঘ সময় হাঁটা কষ্টকর ছিল। তবে ভ্রমনের আনন্দ তা ভুলিয়ে দিয়েছে। এ যাত্রায় তারা সিলেটের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। সিলেট ভ্রমণ শেষে তারা যানবাহনে নিজ শহরে ফিরবেন।

ভ্রমণের মাধ্যমে তারা তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

এমএন/এএসএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/zDbwaNW
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post