ফ্যাসিস্ট সরকার আমাদের ঈদের আনন্দ উপভোগ করতে দেয়নি: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৬-১৭ বছর আমরা আনন্দের সহিত ঈদ উদযাপন করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমাদের এ আনন্দ উপভোগ করতে দেয়নি। আজকে এ দেশের মানুষের আন্তরিক সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করছি।

সোমবার (৩১ মার্চ) সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাঁহ মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, আমাদের মধ্যে আনন্দ আছে, খুশি আছে। এ আনন্দ এবং খুশি যেন আমরা সামনের দিনগুলোতে ধরে রাখতে পারি। সেখানে ঐক্যের প্রয়োজন আছে। সুদৃঢ় ঐক্যই আমাদের মধ্যে এ আনন্দ এবং খুশি ধরে রাখতে পারে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি, মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এটাই হোক আজকের এ আনন্দের দিনে আমাদের অঙ্গিকার। ঈদের খুশি আমরা উপভোগ করছি, ঈদের খুশি নিয়েই আমরা চলতে চাই ভবিষ্যতে।

এসময় উপস্থিত ছিলেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ, জেলা কৃষকদলের সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল আদনান ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহবাজ চৌধুরী জিদান প্রমুখ।

কাজল কায়েস/আরএইচ/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/RG2eyEY
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post