ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে গুগল

আইফোনে একটি বড় সুবিধা রয়েছে। সেটা হচ্ছে আইফোন হারিয়ে গেলে ফাইন্ড মাই ডিভাইস ফিচারের মাধ্যমে জানা যায় ফোনটি কোথায় আছে। এবার অ্যাপলের মতোই ডিভাইস ট্র্যাক করার সুবিধা দিতে চলেছে গুগল। তার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক।

শুধু তা-ই নয়, এই ফিচারের মাধ্যমে অন্যদের লোকেশনও ট্র্যাক করা যাবে। চলতি মাসে নতুন আপডেটের সঙ্গে গুগলের ফাইন্ড মাই-এর সম্পূর্ণ ডিভাইস অংশটাই বদলে গিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ধরা যাক, ব্যবহারকারীর কোনো বন্ধু কিংবা পরিবারের সদস্য তার সঙ্গে লোকেশন শেয়ার করেছেন। এখন থেকে ফাইন্ড মাই ডিভাইস সেই লোকেশনের ম্যাপ প্রদর্শন করবে। মার্চ মাস থেকেই এই আপডেট চালু করেছে গুগল। আর একাধিক ব্যবহারকারী এখন এই সুবিধাটি পাচ্ছেন।

কন্ট্যাক্টের জন্য ফাইন্ড মাই ডিভাইস কীভাবে এটি কাজ করে? শুধুমাত্র পিক্সেল ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ নেই এই অ্যান্ড্রয়েডের আপডেট। বেশিরভাগ ফোন এরই মধ্যেই ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে অন্যদের লোকেট করার ফিচারকে সাপোর্ট করে। ডিভাইসের পাশেই বটম ট্যাবে এই ফিচার শো করবে। যেখানে ব্যবহারকারী অ্যাপে পিপল দেখতে শুরু করবেন। এই ফিচার বলবে যে, নিজের পরিবার এবং আত্মীয়দের সঙ্গে নিজের রিয়েল-টাইম লোকেশন শেয়ার করুন।

ফলে ব্যবহারকারীরা গুগল অ্যাপ এবং পরিষেবার মধ্যে থাকা নিজেদের আত্মীয় বা বন্ধুদের শেয়ার করা লোকেশন দেখতে পাবেন। এটা অনেকটা হোয়াটসঅ্যাপের অফার করা লাইভ লোকেশন ফিচারের মতোই। ব্যবহারকারী কতক্ষণ শেয়ার্ড কন্ট্যাক্টের সঙ্গে লোকেশন শেয়ার করে নিতে চাইছেন, সেটাও নির্ধারণ করতে পারবেন। ফাইন্ড মাই অ্যান্ড্রয়েড অ্যাপে এই নতুন পরিবর্তন আমরা স্বাধীন ভাবে ভেরিফাই করতে পারব। আর প্রত্যাশিত ভাবেই সেটা কাজ করবে।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/QLCUbq7
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post