আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন কয়েকজন

এমনিতেই নেই নেইমার জুনিয়র। তবুও, ঘরের মাঠ মানো গারিঞ্চা স্টেডিয়ামে শেষ মুহূর্তে ভিনিসিয়ুসের গোলে ২-১ ব্যবধানে জিতেছিলো ব্রাজিল। পরের ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে। ওই ম্যাচের আগে বড় ধাক্কা খেলো সেলেসাওরা। ইনজুরি এবং কার্ড জটিলতায় বেশ কয়েকজন ফুটবলারকে পাচ্ছেন না তারা।

বুধবার ভোরে বুয়েন্স আয়ার্সে হবে ফুটবলের সবচেয়ে ক্ল্যাসিক লড়াই। যদিও সমর্থকদের হতাশ হতে হবে এই ম্যাচ নিয়ে। মেসি-নেইমারের কেউ নেই এই ম্যাচে। তারওপর আর্জেন্টিনা দলে নেই লওতারো মার্টিনেজ, পাওলো দিবালার মত ফুটবলার।

অন্যদিকে নেইমারকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হবে, এটা আগেই জানা কথা ছিল। এবার ইনজুরির কারণে এই ম্যাচে ব্রাজিল পাচ্ছে না দলের সেরা গোলরক্ষক অ্যালিসন বেকারকে। ইনজুরির কারণে মিডফিল্ডার গার্সনও খেলতে পারবেন না এই ম্যাচ।

এছাড়া কার্ড জটিলতায় পড়ে গেছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। এ দু’জন খেলতে পারবেন না পরের ম্যাচ।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। বাকি সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। অন্যদিকে ২৮ মিনিটে চোটের জন‍্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও।

এছাড়া এ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন গ্যাব্রিয়েল মাগালেস ও ব্রুনো গিমারেস। লাতিন ফুটবলের নিয়মানুসারে টানা দুই ম্যাচ হলুদ কার্ড দেখলে পরের ম্যাচ এমনিতেই বহিস্কার। সে হিসেবে এ দু’জন পরের ম্যাচ তথা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য তাই নতুন চার ফুটবলারকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তারা হলেন, দুই মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদো। এছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।

আইএইচএস/



from jagonews24.com | rss Feed https://ift.tt/7pOsyF0
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post