ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়াও গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়াচর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হতাহত দুই বন্ধু আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পঞ্চম সেমিস্টারের ছাত্র। তারা মোটরসাইকেলে ঢাকা থেকে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। যাওয়ার পথে আষারিয়াচর এলাকায় পৌঁছালে একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে নিহত হন তানভীর হাসান মজুমদার। তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা একটি হাসপাতালে নিয়ে যান।
ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, তারা নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. আকাশ/এফএ/জেআইএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/3iBFSVe
via IFTTT