ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে যানজট দেখা দেয়। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের কাঁচপুর ব্রিজের নিচ থেকে সানারপাড় পর্যন্ত তীব্র যানজট। ফলে দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে রয়েছে যাত্রী ও যানবাহনগুলো।

আব্দুল্লাহ নামের এক যাত্রী বলেন, দেড় ঘণ্টায়ও কাঁচপুর পৌঁছাতে পারিনি। মৌচাক আটকে আছি। শুনেছি গাড়ি উল্টে আছে সড়কে।

কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড় থেকে বাসে উঠেন রহমতুল্লাহ। তিনি বলেন, গাড়িতে উঠার পর থেকে এক জায়গাতেই দাড়িয়ে আছি। যানজট কখন ছুটবে দুশ্চিন্তায় আছি।

যানজটে আটকেপড়া কয়েকজন চালক জানান, সকালে হঠাৎ একটি গাড়ি উল্টে সড়ক বন্ধ করে দেয়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, দশতলায় একটি কাভার্ডভ্যান উল্টে এই যানজট লেগেছে। উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে ফেলেছি। এখন যানজট ছুটে যাবে।

মো. আকাশ/জেডএইচ/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/4UXorZn
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post