বইমেলায় পলিয়ার ওয়াহিদের দুটি কাব্যগ্রন্থ

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে পলিয়ার ওয়াহিদের দুটি কাব্যগ্রন্থ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা ‘গুলি ও গাদ্দার’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য ২৩০ টাকা। ফ্যাসিবাদবিরোধী কবিতার বই ‘মুণ্ডুকাটা হরিণের বনে’। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য ২৩০ টাকা।

বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ঘাসফুল। বইমেলায় পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ১৮০-১৮১ নম্বর ঘাসফুলের স্টলে।

বই দুটি সম্পর্কে কবি বলেন, ‘গুলি ও গাদ্দার মূলত জুলাই বিপ্লবের সময় লেখা কবিতা। সরকারি বাহিনী দ্বারা বিধ্বস্ত ভয়ার্ত মানুষ, রক্তাক্ত জনপদ ও নারকীয় সব হত্যাযজ্ঞের টুকরো টুকরো ক্ষত। সময়ের অন্তরদহন, প্রতিবাদ ও প্রতিরোধের কবিতা গুলি ও গাদ্দার।’

তিনি বলেন, ‘অন্যদিকে ‘মুণ্ডুকাটা হরিণের বনে’ খুনি হাসিনার অবৈধ সরকারের সময়ে গুম-খুনের বিরুদ্ধে লেখা কবিতা। যেই সময় কথা বলা ছিল বিপজ্জনক; সেই অবরুদ্ধ সময়ে লেখা কবিতার বই। যেন অসময়ের দলিল।’

এসইউ/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/9OhuTl5
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post