রোজা উপলক্ষে রাজধানীতে সুলভমূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে সুলভমূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সকালে রাজধানীর বাড্ডায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় উপদেষ্টা বলেন, রোজায় নিম্ন আয়ের মানুষের জন্য এ বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর খামারবাড়ি, তেজগাঁও, ফার্মগেটসহ ২৫ টি জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা, তরল দুধ ৮০ টাকা লিটার, প্রতি ডজন ডিম ১১৪ টাকা ও গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। যদিও গত বছরের চেয়ে ৫০ টাকা বেশি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। বিক্রির এ কার্যক্রম চলবে ২৮ রমজান পযন্ত। ভ্রাম্যমাণ এসব পণ্য বিক্রিতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান উপদেষ্টা। আমারবাঙলা/জিজি

from Amarbangla trade-and-commerce Feed https://ift.tt/aGy3oLz
via Neel
Post a Comment (0)
Previous Post Next Post