শূন্যস্থান এবং অন্যান্য কবিতা

শূন্যস্থান

মনে আছে? তোমার খোঁপায় হারিয়ে যেত প্রমত্তা পদ্মার ঢেউ
মনে আছে? তোমার চুলে মিশে যেত অশ্বত্থের পাতারা
ওই যে দেখছি, কারা কারা একা একা ঘুরছে লক্ষ্যহীন
ওরা আমার মতো কেউ কেউ?—
হৃদয় ভাঙা কিংবা হারিয়ে গেছে অনেক আগেই!

গোধূলি কিংবা সন্ধ্যাবেলায়
মাথাভাঙ্গার তীরে স্রোতের ঢেউ শুনবো কবে?
কারা কারা বলল যে, এখন আর ঢেউ নেই
শুধুই শান্ত—শূন্যস্থান শুধু।

****

কিন্তু

তোমাকে যেতে বলেনি—তুমি যেতে পারছো না
তোমাকে হাঁটতে বলেনি—তুমি দৌড়াতে পারছো না
তোমাকে ছুঁতে বলেনি—তুমি ছুঁতেও পারছো না

পলাশের আগুন কই? কই শিমুলের প্রোজ্জ্বল?
পলাশের আগুন বুকে জ্বলে উঠবে বলে
মেঠোপথ—আলপথ বেয়ে বেয়ে
পলাশের খোঁজে বহুদূর

পঞ্চান্ন হাজার বর্গমাইল মুখিয়ে আছে
আমাদের অপেক্ষায়—
তার গায়ে ছোপ ছোপ ছেঁড়া শিমুল

****

জাল

আমি সবুজ ছুঁতে চাই
আমি আকাশ ধরতে চাই
আমি বন্য হতে চাই।
বাইরে কিংবা উপরে দেখি,
নীল আকাশ, সাদা মেঘ, বলাকার দল
উড়তে গিয়ে দেখি,
চারিদিকে জাল—স্বচ্ছ-মিহি তার।

এসইউ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/4NEp6Fa
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post