ময়মনসিংহে দেশীয় অস্ত্র নিয়ে মাস্ক পরে বাড়িঘরে হামলা চালিয়েছে একদল যুবক। ভাঙচুর করেছে মোটরসাইকেল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের হরিকিশোর রায় সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনাটির সিসিটিভির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বলা হচ্ছে, দুর্বৃত্তরা ১৫টি বাড়িসহ দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। আওয়ামী লীগ, যুবলীগ কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্দেশে আতঙ্ক সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।
তবে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাজনৈতিক কোনো কারণে এ ঘটনা ঘটেনি। হরিকিশোর রায় সড়কে দুটি পক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে বিয়ের প্যান্ডেল তৈরির বিষয় নিয়ে হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, মোটরসাইকেল ভাঙচুরসহ দুই-তিনটি ঘরে হামলা করে ভাঙচুর করা হয়েছে। এরইমধ্যে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। জনমনে আতঙ্ক সৃষ্টির কোনো কারণ নেই। জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/9H6YCWK
via IFTTT