চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য নিয়মিত অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলওয়ে কর্মীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অর্থ বিভাগের দেওয়া চিঠিতে এ কথা জানানো হয়। চিঠিটি রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে ২০২২ সালের ২১ আগস্ট অর্থ বিভাগের ৯১নম্বর স্মারকে জারিকৃত পত্রের (খ) অনুচ্ছেদটি অপরিবর্তিত রাখা এবং (ক) অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়।
সংশোধনে বলা হয়, রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ে এস্টাবিলিস্টমেন্ট কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য নিয়মিত অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা প্রাপ্য হবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল বেতনের চেয়ে বেশি হবে না।
এনএস/এসআইটি/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/IJpFCV1
via IFTTT